ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টাইগারদের আফগান বধে স্পিকার-ডেপুটি স্পিকারের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
টাইগারদের আফগান বধে স্পিকার-ডেপুটি স্পিকারের অভিনন্দন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: বিশ্বকাপের প্রথম ম্যাচে অফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের বিশাল ব্যবধানে জয়ে পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়।

এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেপুটি স্পিকার তার অভিনন্দন বার্তা বলেন, বাংলাদেশ জয়ী হয়ে সমগ্র জাতিকে অত্যন্ত গৌরব এনে দিয়েছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।