ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জড়তা কাটছে সুয়ারেজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
জড়তা কাটছে সুয়ারেজের ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ‘তিন দানব’ কিংবা ‘ত্রিফলা’ খ্যাত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, ব্রাজিল অধিনায়ক নেইমার আর উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে প্রায়ই বিধ্বস্ত হতে হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দল থেকে বড় বড় সব জায়ান্ট দলগুলোকে।

তাদেরই একজন লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজ জানিয়েছেন, ধীরে ধীরে বার্সার সঙ্গে তার জড়তা কেটে উঠছে।

আর নিজেকে খুঁজে পাচ্ছেন দলের একজন সক্রিয় সদস্য হিসেবে।

এ মৌসুমে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় নাম লেখান বিশ্বকাপে ‘কামড় কাণ্ডের’ খলনায়ক। এরপর থেকে তিনি ফুটবলের মাঠে নিষিদ্ধ ছিলেন। তবে, নিষেধাজ্ঞা কাটিয়ে কাতালানদের হয়ে ফেরা সুয়ারেজ দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকায় নিজের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছিলেন।

বার্সায় যোগ দেয়ার পর থেকেই তিনি প্রাদ-প্রদীপের আড়ালে ছিলেন। মেসি-নেইমারের নিয়মিত গোলের মাঝে সুয়ারেজের গোল তাই অপেক্ষার প্রহর গুনতো। লিভারপুলের সেই সুয়ারেজের দুর্ধর্ষ চেহারার দেখা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল বার্সা ভক্তদের।

এবারে সুয়ারেজ জানালেন, নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তিনি। তিনি আরও জানান, বার্সার সতীর্থদের সঙ্গে তার যে জড়তা ছিল, তা কেটে গেছে। তিনি বলেন, মেসি এবং নেইমারের পাশে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তাদের পাশে খেলতে পারাটা আসলেই দারুণ ব্যাপার। আর অল্প সময়ের মধ্যেই আমি আমার বার্সা সতীর্থদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারছি।

বার্সেলোনা তাদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। দলের সেরা তারকা মেসি এ ম্যাচে হ্যাটট্রিক করেন। এছাড়া নেইমার আর সুয়ারেজও গোল করেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।