ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে শেখ রাসেল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফেডারেশন কাপে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রথম ম্যাচ ছিল উত্তর বারিধারার বিপক্ষে। জাতীয় দলের ৭ ফুটবলার নিয়ে গড়া দলটির হেমন্ত ভিনসেন্ট বারিধারার বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি।



বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিয়ে যায় শেখ রাসেল।

শুরু থেকেই আক্রমণাত্বক ভাবে খেলতে থাকে শেখ রাসেল। ১২ মিনিটে বারিধারার বিপক্ষে বিপদজনক স্থানে কর্নার পায় শেখ রাসেল। কিন্তু বারিধারার গোলরক্ষক মো: রাজিব দলকে রক্ষা করেন। এরপর আক্রমণে আসে বারিধারা, ১৬ মিনিটে একটি কর্নার পেলেও গোলের সন্ধান পায়নি দলটি।

এরপর বারিধারার শিবিরে প্রচন্ড চাপ সৃষ্টি করে  দ্রাগান দুকানোভিচ শিষ্যরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে দলটি। ২০ মিনিটে ওয়ালী ফয়সালের শক্তিশালী শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন বারিধারার গোলরক্ষক। তবে মিঠুন চৌধুরীর কর্নার কিক থেকে বলে এসে পড়ে ডি বক্সে। এবারও গোলরক্ষক শেষ রক্ষা করেন।

কিন্তু মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এমিলি-মিঠুনরা। ২৩ মিনিটে মিঠুন চৌধুরির থ্রু পাসকে কাজে লাগিয়ে রাসেলের ক্যামেরুনের খেলোয়াড় কিংসলে চিগুজির শট বারিধারার জালে জড়িয়ে যায়। ফলে ১-০ গোলে এগিয়ে যায় 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেল।  

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শেখ রাসেলের খেলোয়াড় জাহিদ হাসান এমিলি (২-০)।

৩১ মিনিটে আরেকটি সহজ সুযোগ মিস করে শেখ রাসেলের ক্যামেরুনের খেলোয়াড় পল এমিল। ডি বক্সের ভেতর থেকে নেয়া দুর্বল শটটি কোন মতে নিজের নিয়ন্ত্রনে নিয়ে নেয় বারিধারার গোলরক্ষক।

তবে ৩৫ মিনিটে তপুর ক্রস থেকে হেড করে গোল করেন দ্বিতীয় গোলের নায়ক জাহিদ হাসান এমিলি (৩-০)।

৪১ মিনিটে অধিনায়ক মিঠুন চৌধুরীর দূর পাল্লার শটটি গোলরক্ষকের মাথার উপর দিয়ে বার ছুঁয়ে যায়।

এরপরে আরও বেশ কয়েকটি আক্রমণে যায় অল ব্লুজরা। প্রথমার্ধের খেলা শেষে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দ্রাগান দুকানোভিচের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।