ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাস্কেটবল প্রতিযোগিতা

৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন, ১৯ রানার আপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন, ১৯ রানার আপ

কুমিল্লা: বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৫ খেলায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১৯ পদাতিক ডিভিশন রানার আপ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ফাইনালে যশোরের ৫৫ পদাতিক ডিভিশন ৬২-৬০ পয়েন্টের ব্যবধানে ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।



টুর্নামেন্টের সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক মোজাফফর হোসেন (স্কোর ৪৮) এবং সেরা প্রবীণ খেলোয়াড় হয়েছেন নির্বাচিত হয়েছেন ৫৫ পদাতিক ডিভিশনের ইউপি লেন্স কর্পোরাল বরকত উল্লাহ।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহিদুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি প্লাস।

টুর্নামেন্টটি ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। এতে বিভিন্ন সেনানিবাসের ১৪টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।