ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার পরাজয়ে অবাক রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বার্সার পরাজয়ে অবাক রিয়াল কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত। এক দলের পরাজয়ে মানেই অন্য দলের খুশি হওয়ার উপলক্ষ্য।

কিন্তু, ন্যু ক্যাম্পে মালাগার বিপক্ষে বার্সা ১-০ গোলে হেরে যাওয়ায় রীতিমতো অবাকই হয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জয়ের ধারায় ছিল মেসি-নেইমারের বার্সা। তারাই যে নিজেদের মাঠে হারের স্বাদ নেবে তা মনে হয় কেউই আশা করেনি। এমনকি ঘোর শত্রুরাও। রিয়াল কোচের কথাতেই তা স্পষ্ট। আনচেলত্তি জানান, মালাগার বিপক্ষে বার্সা ন্যুনতম ব্যবধানে হেরে যাওয়ায় তিনি সত্যিই অবাক হয়েছেন। তিনি আরও জানান, বার্সা হারলেও লিগ শিরোপা কারা জিতবে তার জন্য মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে, রিয়াল কোচ আনচেলত্তির শততম ম্যাচে এলচের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রোনালদো-বেনজেমারা। এই জয়ে বার্সার সঙ্গে আবারো চার পয়েন্টের লিড নিল লস ব্লাঙ্কসরা। মাঝে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ায় রিয়ালের সঙ্গে বার্সার মাত্র এক পয়েন্টের ব্যবধান ছিল।

বার্সার হার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘বার্সা বর্তমানে খুবই ভালো ফর্মে রয়েছে। মাঠের খেলাতেই তা স্পষ্ট। ঘরের মাঠে মালাগার বিপক্ষে যে তারা হেরে যাবে সেটি শুধু আমি না, কেউই মনে হয় ভাবেনি। এই ব্যাপারটি সবাইকেই অবাক করেছে। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।