ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুক্রবার থেকে শুরু হচ্ছে মিনি রাগবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
শুক্রবার থেকে শুরু হচ্ছে মিনি রাগবি

ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায় এবং মনোয়ারা হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে মিনি রাগবি অনূর্ধ্ব-১১ প্রতিযোগিতা। আগামীকাল ২৭ ফেব্রুয়ারী হতে পল্টন ময়দান মাঠে গড়াবে টুর্নামেন্টটি।



নয়টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে ১. রহমতুল্লাহ মডেল হাই স্কুল,  ২. কমলাপুর স্কুল এন্ড কলেজ, ৩. করাতিটোলা সিএমএস মেমোরিয়াল স্কুল, ৪. সেন্ট গ্রেগরী হাই স্কুল, ৫. মানিকনগর মডেল হাই স্কুল, ৬. হায়দার আলী স্কুল এন্ড কলেজ, ৭. শহীদ নবী উচ্চ বিদ্যালয়, ৮. ক্যামব্রিয়ান স্কুল এবং ৯. মাদারটেক আঃআজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ।

এই উপলক্ষ্যে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, তৃতীয় তালা, সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব জনাব রশিদুজ্জামান সেরনিয়াবাত, এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মনোয়ারা হস্পিটাল (প্রা:) লিমিটেড এর  ম্যানেজার আমীর হোসেন এবং সহকারী ম্যানজারমাকসুদুর রহমান সহ  বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারণ সম্পাদক জনাব মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টূর্ণামেন্ট কমিটির সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করবেন, নারায়ন চন্দ্র দেবনাথ। পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।