ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লেভায় চোখ রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
লেভায় চোখ রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: ফর্মের তুঙ্গে থাকা রবার্ট লেভানডফস্কিকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পোলিশ স্ট্রাইকারের এজেন্ট সিজারি কুচার্সকি এমন দাবিই করছেন।

স্প্যানিশ দৈনিক মার্কার বরাত দিয়ে গোল ডট কম এমনটিই প্রকাশ করেছে। তবে রিয়াল চাইলে‍ই তো হবে না। বায়ার্ন মিউনিখ কী দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হাতছাড়া করবে?

গত মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন লেভানডফস্কি। প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। তার কাছে গোল করাটা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বুন্দেসলিগায় চলতি মৌসুমে এরই মধ্যে ১১ ম্যাচে ১৪টি গোল করেছেন। আর সব মিলিয়ে ১৮ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ১৯ বার।

বিশ্বের অন্যতম ধনী ক্লাব রিয়াল বরাবরের মতোই বিশ্বমানের খেলোয়াড়দের দলে ভেড়ানোর জন্য মুখিয়ে থাকে। এ যেমন, গ্যারেথ বেলের জন্য ১০০ মিলিয়ন ইউরো ব্যয় করতেও তারা বিন্দুমাত্র কার্পণ্য করেনি। ব্যাপারটা এমন যে, যার ওপর তাদের চোখ পড়ে তাকে দলে টানা চাই-ই চাই! কাজেই বায়ার্ন থেকে ‘লেভা’কে ছিনিয়ে আনতে গ্যালাকটিকোরা যে উঠেপড়ে লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সিজারি সেই ইঙ্গিতই দিচ্ছেন, ‘লেভানডফস্কির ব্যাপারে রিয়াল ব্যাপক আগ্রহ দেখিয়েছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। ’ সূত্রমতে, লেভানডফস্কি বর্তমানে স্প্যানিশ ভাষা শিখছেন। তাহলে কী পোলিশ তারকাও বার্নাব্যুতে পাড়ি জমানোর দিকে দৃষ্টি রাখছেন? অবশ্য গত কয়েক মাসে এ ব্যাপারে দু’পক্ষের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।