ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পুয়েল-জিদানের সঙ্গে মহাতারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পুয়েল-জিদানের সঙ্গে মহাতারকারা ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলের বিশ্বখ্যাত অনলাইন নিউজ পোর্টাল ‘গোলডটকম’ পাঠকদের ভোটে নির্বাচন করেছে এল ক্লাসিকোর সর্বকালের সেরা একাদশ। স্প্যানিশ দুই জায়ান্ট দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যে মহাতারকারা এল ক্লাসিকো খেলেছেন, তাদের মধ্য থেকে বাছাই করে আর পাঠক ভোটে সেরা এগারো জনের তালিকা প্রকাশ করেছে ‘গোলডটকম’।



প্রকাশিত তালিকায় গোলরক্ষকের জায়গা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ইকার ক্যাসিয়াস। এ ক্যাটাগরিতে ক্যাসিয়াস ভোট পেয়েছেন সর্বোচ্চ ৬১ শতাংশ। দ্বিতীয় হয়েছেন ২৬ শতাংশ ভোট পাওয়া ভিক্টর ভালদেস।

রাইট ব্যাকে ঠাঁই হয়েছে বার্সার বর্তমান ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের। ৬৫ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন তিনি। সেন্টার ব্যাকে সর্বোচ্চ ৫৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বার্সার সাবেক তারকা চার্লস পুয়েল। তারপরের সঙ্গের স্থানটি গেছে ২৪ শতাংশ ভোট পাওয়া রিয়ালের তারকা সার্জিও রামোসের দখলে।

দানি আলভেজ-পুয়েল আর রামোসের সঙ্গে ব্রাজিলিয়ান রবার্তো কার্লোস থাকবেন লেফট ব্যাকে। রিয়ালের সাবেক এ তারকা পাঠকদের থেকে সর্বোচ্চ ৮৩ শতাংশ ভোট পেয়েছেন।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পেপ গার্দিওলা, ফার্নান্দো রেদোনদোকে টপকে কাতালানদের বর্তমান তারকা সার্জিও বুসকেটস জায়গা করে নিয়েছেন। তার প্রাপ্ত ভোট গনণা করে দেখা যায় ৩৭ শতাংশ ভোট তার দখলে। সেন্ট্রাল মিডফিল্ডে জাভি হার্নান্দেজ (৩২%), জোহান ক্রুইফ (১০%) আর রিভালদোর (৩%) মতো মহাতারকাকে পেছনে ফেলে সর্বোচ্চ ৪৬ শতাংশ ভোট পেয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

ফরোয়ার্ড পজিশনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। ৪৯ শতাংশ ভোট পেয়েছেন বার্সার এ সাবেক তারকা। ফরোয়ার্ড পজিশনের দ্বিতীয় জায়গাটি মিলেছে ৪২ শতাংশ ভোট পাওয়া রিয়ালের গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো।

আক্রমণভাগের শীর্ষ জায়গাটি গিয়েছে বর্তমান বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দখলে। সর্বোচ্চ ৬৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এ তালিকায় রাউল গঞ্জালেজ ১৫ শতাংশ, পুসকাস ২ শতাংশ আর স্যামুয়েল ইতো এবং কুবালা পেয়েছেন এক শতাংশ ভোট। ১৬ শতাংশ ভোট পেয়েছেন রোনালদো নাজারিও।

‘গোলডটকম’র সর্বকালের সেরা একাদশ:

গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস।

ডিফেন্ডার: দানি আলভেজ, পুয়েল, সার্জিও রামোস আর রবার্তো কার্লোস।

মিডফিল্ডার: জিনেদিন জিদান, সার্জিও বুসকেটস, জাভি।

ফরোয়ার্ড: রোনালদো, রোনালদিনহো আর লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।