ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুব হকিতে ওমানকে হারালো বাংলাদেশ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
যুব হকিতে ওমানকে হারালো বাংলাদেশ

ঢাকা: জুনিয়র এশিয়া কাপ হকিতে ওমানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয় নিয়ে টুর্নামেন্টের পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের যুবারা। দলটির বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে পরে ভাগ্য নির্ধারণী পেনাল্টিতে ৩-২ গোলে জয় পায় বাংলাদেশ।



শনিবার (২১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ানতানে খেলার ৩১ মিনিটে নোমানের পেনাল্টি কর্নারের গোলে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তা আর সম্ভব হয়নি কারণ, ৬৪ মিনিটে ওমান স্ট্রাইকার আল নোফালি সালমিনের পেনাল্টি কর্নারের গোলে খেলায় ১-১ এ সমতা আসে। এর ঠিক তিন মিনিট পর আবার প্রতিপক্ষের আক্রমন ভাগের খেলোয়াড় বাইত সাদ শিহাবের গোল ওমানকে ২-১ তে  এগিয়ে দেয়। থেমে থাকেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ে সমতা আনার লক্ষ্যে একের পর আক্রমন চালিয়ে গেলে খেলার শেষ সময় বাংলাদেশি স্ট্রাইকার হোসেইন মিলনের গোলে খেলায় ২-২ এ সমতা ফিরে আসে।

ফলাফল নির্ধারণের জন্য পেনাল্টিতে ম্যাচ গড়ায়। আর পেনাল্টি শুটআউটে ওমানকে ৩-২ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ  ।

টুর্নোমেন্টে ৫ম ও ৬ষ্ঠ নির্ধারণী ম্যাচ খেলতে রোববার (২২ নভেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।