ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাইনালে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২৪ নভেম্বর ‘ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫ (সাতক্ষীরা)’ এর ফাইনালে মুখোমুখি হবে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা।

দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি শুরু হয়।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৪  নভেম্বর।

রোববার (২২ নভেম্বর) সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে ‘ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের’ দ্বিতীয় সেমিফাইনালে আশাশুনি উপজেলা ১-০ গোলে পরাজিত করে দেবহাটা উপজেলা দলকে। দু’দলের মধ্যকার খেলায় প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। বিরতির পর খেলার ৬৬ মিনিটে অসাধারণ একটি গোল করে বিদেশি খেলোয়ার পিটার এগিয়ে নেন আশাশুনিকে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আশাশুনি উপজেলা।

আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনালের মুখোমুখি হবে কালিগঞ্জ উপজেলা ও আশাশুনি উপজেলা দল। সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে দু দলের মধ্যকার খেলাটি শুরু হবে বিকেল ৩টায়।

ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের (সাতক্ষীরা) পঞ্চম আসরে আটটি দল অংশ নেয়। যার মধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা থেকে দল রয়েছে। দলগুলো হল- সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ, কলারোয়া, তালা,  দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা পৌরসভা। খেলায় জাতীয় দলের খেলোয়াড়, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়সহ অনেক বিদেশি খেলোয়াড়েরা বিভিন্ন দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।