ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যাম্প ন্যু’তে বাদ পড়লেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ক্যাম্প ন্যু’তে বাদ পড়লেন মাশ্চেরানো ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের খেলায় রোমার বিপক্ষে বাদ পড়েছেন জাভিয়ার মাশ্চেরানো। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যু’তে ইতালিয়ান জায়ান্টদের দ্বিতীয় লেগের ম্যাচে আতিথিয়েতা জানাবে বার্সেলোনা।



গত শনিবার সান্থিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে পেশীর ইনজুরিতে পড়েন এ আর্জেন্টাইন। গ্যালাকটিকোদের বিপক্ষে লুইস এনরিক শিষ্যদের ৪-০ ব্যবধানের দুর্দান্ত জয়ের রাতে রিয়াল তারকা জেমস রদ্রিগেজের সঙ্গে আঘাত লাগে মাশ্চেরানোর। পরে খেলার ২৭ মিনিট শেষে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

৩১ বছর বয়সী মাশ্চেরানোর সে ম্যাচের পর ব্যথা তীব্র থাকায় ঘরের মাঠে খেলতে পারছেন না তিনি।

মাশ্চেরানোর অনুপস্থিতিতে বার্সার ১৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন সার্জি সাম্পার। ইউরোপ সেরার লড়াইয়ে গ্রুপ ‘ই’তে থাকা কাতালানরা ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর এ ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে দলটির।

দু’দলের প্রথম লেগের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছিল।

বাংলাদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।