ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় প্লাতিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় প্লাতিনি ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে এবার আজীবন নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ফিফার ইথিক্স বা নৈতিকতা কমিটি। ইউরোপিয়ান ফুটবল প্রধানের আইনজীবি থিবু ডি’অ্যালেস এমন ঘোষণাই দিয়েছেন।



অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে ৯০ দিনের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন প্লাতিনি। একই মেয়াদে ফুটবলীয় কর্মকান্ড থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। সব মিলিয়ে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্লাতিনির ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও তা এখন শঙ্কার মুখেই পড়ল!

এক ঘোষণায় প্লাতিনির আইনজীবি বলেন, ‘প্লাতিনিকে আজীবন বহিষ্কার করা হলে তা অত্যধিক বাড়াবাড়ি এবং ফুটবলের জন্য কলঙ্কজনক হয়ে থাকবে। ’ অন্যদিকে, ব্লাটারের প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জানা যায়, সাবেক ফিফা প্রেসিডেন্টকেও আজীবন নিষিদ্ধ করা হতে পারে।

উল্লেখ্য, প্লাতিনির বিরুদ্ধে ২০১১ সালে ব্লাটারের কাছ থেকে দুই মিলিয়নের অধিক অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। এর জের ধরেই তিনি নিষেধাজ্ঞার কবলে পড়েন। যদিও দাবি করা হয়, পূর্ববর্তী কাজের পারিশ্রমিক বাবদ ফিফা প্রেসিডেন্ট তাকে এই অর্থ প্রদান করেন। কিন্তু, ফিফার নৈতিকতা কমিটি বিষয়টিকে অনিয়ম ও দুর্নীতি হিসেবেই দেখছে।

এদিকে, ফিফার তদন্তকারী কমিটি নিশ্চিত করে, আগামী মাসেই উয়েফা প্রেসিডেন্টের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগ পর্যন্ত ফিফা প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত যেকোনো ধরনের কর্মকান্ডে নিষিদ্ধ থাকবেন প্লাতিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।