ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাফ ফুটবলে বাংলাদেশ দল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সাফ ফুটবলে বাংলাদেশ দল ছবি : সংগৃহীত

ঢাকা: আসছে ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতে গড়াচ্ছে সাফ ফুটবল। দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডরেশন (বাফুফে)।

দল ফিরেছেন জাহিদ হাসান এমিলি।  

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন দল ঘোষণা করে।

২৮ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মাজহারুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরি, আতিকুর রহমান মিশু, রেজাউল করিম, মাশুক মিয়া জনি, জুয়েল রানা, মামুনুল ইসলাম, মো: মোনায়েম খান রাজু, মো: রাসেল মাহমুদ, মো: শহীদুল আলম, মো: আমিনুর রহমান সজীব, মো: রায়হান হাসান, মো: ইয়াসিন খান, তপু বর্মন, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো: নাসিরুল ইসলাম নাসির, আব্দুল বাতেন মজুমদার কমল, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট, মো: শাখাওয়াত হোসেন রনি, মো: ফয়সাল মাহমুদ, ওয়ালি ফয়সাল, কেষ্ট কুমার বোস, আশরাফুল ইসলাম রানা, জামাল ভুঁইয়া, মো: নাবিব নেওয়াজর জীবন।

টুর্নামেন্টের ‘বি’গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ। ২৪ ডিসেম্বর কেরালার ত্রিবান্দরাম আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে ২৬ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ এবং ২৮ ডিসেম্বর ভুটানের মোকাবেলা করবে মামুনুল ইসলামরা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘন্টা, ২৮ নভেম্বর, ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।