ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা চলছে ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা থেকে: নীলসাগর গ্রুপ কর্পোরেট ও ঢাকা মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকার ৪০০ শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।

প্রতিযোগিতার আয়োজন করেছে এভারেস্ট একাডেমি ও এ ফর অ্যাডভেঞ্চার নামে দু’টি সংগঠন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। যা পূর্বাচল হাইওয়ের এক্সপ্রেসওয়ে ধরে ইছাপুর সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার গিয়ে আবার বসুন্ধরার গেটে এসে শেষ হবে। এ ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পরিচালনা করছেন এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম।

প্রতিযোগিতায় সেরা ১০ জনকে মেডেল, ক্রেস্ট ও একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। এছাড়াও থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতারুজ্জামান খান কবির, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, আইসিসিবি’র হেড অব অপারেশন্স এমএম জসিম উদ্দিন, ক্রীড়াবিদ মোহাম্মদ আবুল হোসেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেএসআই) প্রেসিডেন্ট হুমায়রা আফরিন।

প্রতিযোগিতাটি এক মাস ধরে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার আগে ম্যারাথনটি ৬ নভেম্বর সিলেট, ১৩ নভেম্বর বরিশালে ও ১৪ নভেম্বর বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যে ১০ জন করে সেরা হবেন, তাদের নিয়ে (মোট ১০০ জন) বান্দরবান জেলায় অনুষ্ঠিত হবে সর্বশেষ আয়োজন। সেখানেই ইতিটানা হবে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘন্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এমআইকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।