ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো চেলসির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আবারো চেলসির হোঁচট

ঢাকা: সপ্তাহখানেক আগে নরউইচ সিটির বিপক্ষে জয় খরা কাটালেও আবারো হোঁচট খেল চেলসি। চলতি মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হতাশার প্রতিচ্ছবিই যেন প্রতিনিয়ত ফুটে উঠছে।

ইংলিশ লিগের রোববারের (২৯ নভেম্বর) ম্যাচে টটেনহামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর শিষ্যরা।

হোয়াইট হার্ট লেন স্টেডিয়ামে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে খানিকটা পিছিয়ে থাকে চেলসি। স্বাগতিক টটেনহামের ৩৮৮টি সফল পাসের বিপরীতে অস্কার-হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা একে অপরের সঙ্গে ২৫৪ বার বল আদান-প্রদান করে।

টটেনহাম-চেলসি দু’দলের কোচই ৪-৫-১ ফর্মেশনে স্কোয়াড সাজান। শুরুর একদশে সুযোগ না পাওয়া দিয়েগো কস্তাকে বদলি হিসেবেও মাঠে নামাননি মরিনহো। সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকায় থাকেন পূর্ণ ৯০ মিনিট খেলা এডেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধে বেলজিয়ান উইঙ্গারের দারুণ একটি প্রচেষ্টা রুখে দেন টটেনহামের ফ্রেঞ্চ গোলরক্ষক হুগো লরিস।

স্বাগতিকদের হয়ে হ্যারি কেন-এরিক লামেরারা কয়েকটি গোলের সুযোগ পেলেও জালের ঠিকানা খুঁজে পাননি। তাই ম্যাচ শেষে গোলবঞ্চিত থেকেই মাঠ ছাড়ে দু’দল।

এ নিয়ে ১৪ ম্যাচ শেষে তিনটিতে ড্র করল ব্লুজরা। চারটি জয়ের বিপরীতে ৭টিতেই হার মানে গতবারের চ্যাম্পিয়নরা। মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর অবস্থানে চেলসি! সমান ম্যাচে পঞ্চম স্থানে থাকা টটেনহামের সংগ্রহ এক পয়েন্ট বেড়ে ২৫-এ ঠেকল। ২৯ পয়েন্টে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।