ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে রোনি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বার্সার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে রোনি (ভিডিও) রোনালদিনহো / ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার হয়ে খেলার সময় কত দর্শনীয় গোলই তো করেছেন রোনালদিনহো। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি ২০০৬-০৭ মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে করা অবিশ্বাস্য গোলটিই বেছে নিয়েছেন।

বার্সার ১১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নিজের টুইটার অ্যাকাউন্টে দর্শনীয় সেই গোলটির ভিডিও পোষ্ট করেন রোনালদিনহো। একই সঙ্গে সাবেক ক্লাবের জন্য শুভকামনা জানান দু’বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

প্রতিযোগিতামূলক ফুটবলে ১৮৯৯ সালের ২৯ নভেম্বর বার্সার পথচলা শুরু। দেখতে দেখতে ১১৬টি বছর কেটে গেল। ক্লাব ফুটবলে বার্সাও ইউরোপের অন্যতম পরাশিক্ত হিসেবে প্রতিষ্ঠিত।

নিজের একটি গোলের ভিডিও পোষ্ট করে কাতালানদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে শরিক হন রোনালদিনহো। লা লিগায় ২০০৬ সালের নভেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে দর্শনীয় এক গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ওই ম্যাচটিতে ৪-০ গোলের জয় পায় কাতালানরা।

জাভি হার্নান্দেজের দেওয়া ভাসমান বলটি চমৎকার দক্ষতায় বুক দিয়ে রিসিভ করেন রোনালদিনহো। এরপর পুরো স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসান কিংবদন্তি এ মিডফিল্ডার।

ডি-বক্সের ডান প্রান্তের সামনের অংশে থেকে উল্টোদিকে ঘুরা অবস্থাতেই ব্যাক কিকে ভাসমান বলটি জালে জড়ান রোনালদিনহো। অসাধারণ, অবিশ্বাস্য এমন অনেক উপমা মহিমান্বিত গোলটির গায়ে লাগে। ফুটবল প্রেমীদের আজও নিশ্চয় সেই মুহূর্তটির কথা মনে পড়ছে!

রোনালদিনহোর দর্শনীয় গোলটির ভিডিও:


বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।