ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পুরোনো ক্লাবের প্রতিপক্ষ ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পুরোনো ক্লাবের প্রতিপক্ষ ফুটবলাররা ছবি : সংগৃহীত

ঢাকা: সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। যেখানে লড়বে ইউরোপের পরাশক্তির দলগুলো।

সেই সঙ্গে পুরোনো ক্লাবের বিপক্ষে লড়বে বেশ কিছু বিশ্বতারকা। এ তালিকায় রয়েছেন অ্যালেক্সিজ সানচেজ, আরতুরো ভিদাল, থমাস ভারমায়েলেন, এজেকুয়েল গ্যারে, মারিও মান্দজুকিচ, জাভি গার্সিয়া, ডেভিড লুইজ, কিংসলে কোমানসহ অন্যান্যরা।

শেষ ষোলোতে প্রতিপক্ষ হয়ে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা আর আর্সেনাল। বেলজিয়ামের ৩০ বছর বয়সী তারকা সেন্টারব্যাক থমাস ভারমায়েলেনকে লড়তে হবে তার পুরোনো ক্লাব আর্সেনালের বিপক্ষে। গানারদের হয়ে ১১০ ম্যাচ খেলা ভারমায়েলেন ২০১৪ সালে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান।

বেনফিকার হয়ে ৭৮ ম্যাচ খেলা আর্জেন্টাইন তারকা এজেকুয়েল গ্যারে ২০১৪ সালে নাম লেখান জেনিথ সেন্ট পিটার্সবার্গে। এবারে দুই দলই মুখোমুখি হচ্ছে নকআউট স্টেজে।

চিলির তারকা মিডফিল্ডার আরতুরো ভিদাল গত মৌসুমে খেলেছিলেন জুভেন্টাসে। ইতালিয়ান জায়ান্ট জুভিদের হয়ে ১২৪ ম্যাচ খেলা এ চিলিয়ান এ মৌসুমেই পাড়ি জমান জার্মান ভেফারিট বায়ার্ন মিউনিখে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভিদের তারকা হয়ে খেলেছিলেন ভিদাল। এবারে জার্মান জায়ান্টদের হয়ে পুরোনো ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে বেশ নষ্টালজিক হয়ে পড়ার কথা ভিদালের।

দল-বদলের মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মান্দজুকিচ নাম লেখান জুভেন্টাসে। বর্তমান রানার্সআপ জুভেন্টাস শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মান্দজুকিচের পুরোনো ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট ম্যানচেস্টার সিটি ছেড়ে ২০১৪ সালে জাভি গার্সিয়া নাম লেখান জেনিথ সেন্ট পিটার্সবার্গে। রিয়ালের সাবেক এ তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার তারও আগে খেলেন বেনফিকাতে। এবারে জেনিথের হয়ে পুরোনো ক্লাব বেনফিকার প্রতিপক্ষ হচ্ছেন স্প্যানিশ ফুটবলার গার্সিয়া।

নকআউট পর্বের আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবং ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ২০১১-১৪ পর্যন্ত ইংলিশ দলটিতে খেলেছিলেন ব্রাজিলের সেরা ডিফেন্ডার ডেভিড লুইজ। ২০১৪ সালে ব্লুজদের ছেড়ে লুইজ পাড়ি জমান লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজিতে। চেলসির হয়ে ৮১ ম্যাচ খেলা লুইজ পিএসজির হয়ে খেলেছেন ৩৪টি ম্যাচ। পুরোনো ক্লাবের বিপক্ষে পিএসজির রক্ষণভাগ সামলানের গুরুদায়িত্ব এবার লুইজের কাঁধেই।

বার্সেলোনা-আর্সেনাল ম্যাচ নিয়ে এখনই শুরু হয়ে গেছে হিসেব-নিকেশ। এ মধ্যে ঢুকে যাচ্ছেন বার্সার যুব দলে খেলা রাইটব্যাক হেক্টর বেলেরিন। মাত্র ২০ বছর বয়সী স্পেনের উঠতি এ ফুটবলার আর্সেনালের হয়ে নাম লেখান ২০১১ সালে। গানারদের হয়ে মাঠে কাতালানদের বিপক্ষে হয়তো তাকেও দেখা যেতে পারে।

বেলজিয়ামের ২৬ বছর বয়সী মিডফিল্ডার অ্যাক্সেল উইসেল বেনফিকা-জেনিথ ম্যাচে মধ্যমাঠের দায়িত্ব পালন করবেন। দেশের জার্সি গায়ে ৬৩ ম্যাচ খেলা এ বেলজিয়ান পুরোনো ক্লাব বেনফিকার হয়ে খেলেছেন ৩২ ম্যাচ। সেখান থেকে জেনিথের হয়ে নাম লিখিয়ে উইসেল খেলেছেন ৯৫টি ম্যাচ।

কোপা আমেরিকার ৪৪তম আসরে চিলিকে শিরোপা পাইয়ে দেওয়া অ্যালেক্সিজ সানচেজ আর্সেনালের অন্যতম ভরসার নাম। ২০১১-১৪ সাল পর্যন্ত মেসির পাশে খেলা এ গানার তারকা নিজের প্রিয় ক্লাব বার্সার বিপক্ষে মাঠে নামবেন। নামবেন পুরোনো ক্লাব সতীর্থদের বিপক্ষে। কাতালানদের হয়ে ৮৮ ম্যাচে ৩৯ গোল করা সানচেজ আর্সেনালে নাম লিখিয়ে ৪৭ ম্যাচে গোল করেছেন ২২টি। বিশ্বফুটবল যেমন বার্সা-আর্সেনাল ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, তেমনি সানচেজের দিকেও ফোকাসটা ঠিকই ধরে রাখবেন।

ফান্সের উঠতি তারকা কিংসলে কোমান। ১৯ বছর বয়সী এ উইঙ্গার নিজের পারফর্মে তাক লাগিয়ে দিয়েছেন ফুটবল বোদ্ধাদের। ২০১৪ সালে পিএসজি ছেড়ে নাম লিখিয়েছিলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। এ মৌসুমে জার্মান জায়ান্ট বায়ার্নে ধারে খেলতে গিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে বায়ার্ন-জুভেন্টাস। ফলে দেখার বিষয় দুই দলের হয়ে কি অদ্ভূত অনুভূতি হয় কোমানের।

শেষ ষোলোর ড্র’তে মুখোমুখি যারা:

বার্সেলোনা বনাম আর্সেনাল
রিয়াল মাদ্রিদ বনাম রোমা
বায়ার্ন মিউনিখ বনাম জুভেন্টাস
ম্যানচেস্টার সিটি বনাম ডায়নামো কিভ
জেনিথ বনাম বেনফিকা
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম পিএসভি
চেলসি বনাম পিএসজি
উলফসবার্গ বনাম জেন্ত

শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৬, ১৭ ও ২৩, ২৪ ফেব্রুয়ারি। আর ফিরতি লেগ হবে ৮, ৯ ও ১৫, ১৬ মার্চ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।