ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘আরও পরিণত’ নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
‘আরও পরিণত’ নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল অধিনায়ক আর বার্সেলোনার তারকা নেইমার যা করে চলেছেন, তাতে পুরো বিশ্বই অবাক। মৌসুমের শুরু থেকেই অসাধারণ খেলছেন এ ব্রাজিলিয়ান।

লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সার হয়ে প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টারের চোখে কেমন নেইমার? এমন প্রশ্নের উত্তরে মেসি ছোট্ট দুটি শব্দে নেইমারকে নতুন করে পরিচয় করিয়ে দিলেন ‘আরও পরিণত’।

সান্তোস থেকে বার্সায় নেইমার নাম লেখানোর পর পরই ফুটবলবোদ্ধাদের মাঝে আলোচনার সঙ্গে আশঙ্কা তৈরি হয় মেসি-নেইমার জুটিকে ঘিরে। সে জুটিই একসময় বার্সাকে বাজে সময় থেকে টেনে তোলার দায়িত্ব পালন করেন। গত মৌসুমে সুয়ারেজকে নিয়ে মেসি-নেইমার গড়ে তোলের বিশ্বের সেরা আক্রমণভাগ। জিতে নেন ট্রেবল শিরোপা।

আর্জেন্টাইন মহাতারকা মেসির বিশ্বাস আগামী মৌসুমে নেইমারই অন্য দলগুলোর সঙ্গে বার্সার পার্থক্য গড়ে দেবে।

বর্তমানে ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে অবস্থান করছে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা কাতালানরা। মেসি এবারে বার্সার প্রধান হাতিয়ার। যদিও ইনজুরির শঙ্কায় নেইমার। ২০১১ সালে পেপ গার্দিওলার বার্সার হয়ে ক্লাব বিশ্বকাপ খেলেছেন মেসি। ফাইনালে আর্জেন্টাইন এ আইকন ম্যাচের ১৭ ও ৮২ মিনিটে গোল করেন। ২৪ মিনিটে জাভি আর ৪৫ মিনিটের মাথায় ফ্যাব্রেগাস গোল করলে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারায় বার্সা।

ক্লাব বিশ্বকাপের সে ফাইনালে বার্সার প্রতিপক্ষ ছিল ব্রাজিলের ক্লাব সান্তোস। সে ম্যাচে দলের প্রাণভোমরাও ছিলেন নেইমার। এবারের ক্লাব বিশ্বকাপে নেইমার-মেসির এক ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও ব্রাজিল দলপতি রয়েছেন ইনজুরিতে। তবে, শেষ সময় পর্যন্ত নেইমারের জন্য অপেক্ষা করবেন বার্সা কোচ লুইস এনরিক।

এবারের ব্যালন ডি অরে মেসি-রোনালদোর সঙ্গে তিনজনের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন নেইমার। চারবারের ব্যালন ডি অর জয়ী মেসি নেইমারের দারুণ অগ্রগতিতে বেজায় খুশি।

চার বছর আগে নেইমারের প্রতিপক্ষ হয়ে মেসি খেলেছেন ক্লাব বিশ্বকাপে। সে আসরের কথা মনে করে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে আর্জেন্টাইন ফুটবল জাদুকর জানান, অনেক সময় পার হয়ে গেছে। একজন ফুটবলার হিসেবে এবং একজন ব্যক্তি হিসেবে নেইমারের অসাধারণ বেড়ে উঠার সাক্ষী হয়ে রয়েছি। সে ইতোমধ্যে একজন গ্রেট ফুটবলার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছে। আগের তুলনায় সে আরও পরিণত একজন ফুটবলার।

নেইমার প্রসঙ্গে মেসি আরও যোগ করেন, সত্যি বলতে নেইমারের মতো বিশেষ ক্ষমতাসম্পন্ন ফুটবলারের পাশাপাশি খেলতে পেরে আমরা আনন্দিত।

আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডের মুখোমুখি হবে কাতালানরা। জাপানের নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।