ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘রেনাল কলিক’ এ আক্রান্ত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
‘রেনাল কলিক’ এ আক্রান্ত মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির ইনজুরিতে বার্সেলোনাকে দারুণভাবে টেনেছিলেন ব্রাজিল তারকা নেইমার। আর নেইমার ইনজুরিতে পড়ায় ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামা নিয়ে শঙ্কা জাগলেও দলে ছিলেন মেসি।

তবে, দুই তারকাকে নিয়েই জাপানে উড়াল দেয় বার্সা।

লুইস ফেলিপে স্কলারির গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা। শারীরিক অসুস্থতার কারণে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে পড়েন মেসি। আর ফিটনেসে ঘাটতি থাকায় স্কোয়াডে থাকলেও নেইমারকে মাঠে নামাননি কোচ লুইস এনরিক। তবে, দুর্দান্ত হ্যাটট্রিকে দু’জনের অভাবটা বুঝতেই দেননি লুইস সুয়ারেজ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জাপানের নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়। ম্যাচের আনুমানিক ২০ মিনিট আগে ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, ‘লিওনেল মেসি আজকের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবেন না। রেনাল কলিক (মূত্রাশয় সম্পর্কীয় পেটে ব্যথা) এ আক্রান্ত তিনি। কিডনিতে পাথর থাকলে এই ব্যথা ওঠে। কিছু পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে ফাইনালে তাকে পাওয়া যাবে কি না। ’

প্রায় দুইমাস হাঁটুর ইনজুরিতে ভুগে মাত্রই মাঠে ফিরেছিলেন মেসি। শিরোপা লড়াইয়ের এ ম্যাচে নামার কথা থাকলেও মেসিকে নিয়ে এখন শঙ্কা ফাইনালে পাওয়া, না পাওয়া নিয়ে। এদিকে, নেইমারকে এ ম্যাচে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি বার্সা কোচ এনরিক। নেইমারের বাবা জানিয়েছেন, ফাইনালের আগেই তার ছেলে সুস্থ্য হয়ে উঠবেন।

পেটে প্রচন্ড ব্যথার কারণে দলের বাইরে ছিলেন মেসি। আর্জেন্টাইন তারকা জাপানে দলের অনুশীলনেও ছিলেন না। ম্যাচের আগের দিন রাতে তাকে পেইনকিলার (ব্যথানাশক ঔষধ) নিতে হয়। এর আগে বার্সার সাবেক খেলোয়াড় ডেভিড ভিয়াও এই রোগে আক্রান্ত হয়েছিলেন।

সেমিফাইনালে মেসি-নেইমার অভাব কিন্তু বার্সা ভুগেছিল ম্যাচের প্রথম দিকে। ৩৮ মিনিট পর্যন্ত গোল বঞ্চিত ছিল কাতালানরা। ৩৯, ৫০ আর ৬৭ মিনিটে গোল তিনটি করেন সুয়ারেজ।

ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপার লক্ষ্যে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সা। আগামী ২০ ডিসেম্বর (রোববার) হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। শিরোপা নির্ধারণী ম্যাচটি জিতলেই রেকর্ড বইয়ে নাম লেখাবে কাতালানরা। প্রথম কোনো ক্লাব হিসেবে বার্সার সামনে এখন তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার হাতছানি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।