ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতের উদ্দেশ্যে উড়াল দিল মামুনুলরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ভারতের উদ্দেশ্যে উড়াল দিল মামুনুলরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আসছে বছরের ২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সব চাইতে বড় আসর সাফ ফুটবল। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এই আসরে অংশ নিতে রোববার (২০ ডিসেম্বর) সকালে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে ২৬ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল।



সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজ যোগে ভারতের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লাল-সবুজের দল। এবারের সাফ অনুষ্ঠিত হচ্ছে ভারতের কেরালায়। ঢাকা থেকে কেরালার সরাসরি বিমান যোগাযোগ না থাকায় প্রথমে দিল্লী যাবে লাল-সবুজের দল, সেখান থেকে কেরালা।

২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া সাফের এগারতম আসরে ২৪ তারিখ গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ২৬ তারিখ মালদ্বীপের বিপক্ষে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ আর ২৮ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের মোকাবেলা করবে মামুনুল ইসলামরা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।