ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠিত ‘আল আইন ক্লাসিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায়’ নবম বা শেষ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৯ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ৪৮তম হয়েছেন।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসন রাজীব ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৬৪তম এবং সাইফ পাওয়ারটেক চেস ক্লাবের মোঃ আনিছুজ্জামান জুয়েল দুই পয়েন্ট নিয়ে ১২০তম স্থান লাভ করেন।
শেষ রাউন্ডের খেলায় রাকিব আজারবাইজানের ফিদে মাস্টার বাসিরলি নেইলকে পরাজিত করেন। রাজীব জর্জিয়ার মরচিয়াসভিলি বাচানার সাথে ড্র করেন। জুয়েল শ্রীলঙ্কার ভিট্টাসিনহা বসন্তর কাছে হেরে যান। চিনের গ্র্যান্ড মাস্টার ওয়াং হাও ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হন।
৩১টি দেশের ৫২জন গ্র্যান্ড মাস্টার ৬জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ১৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ১২৭জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
এদিকে, প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে ‘প্রাইম ব্যাংক ১৮তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার’ দ্বিতীয় রাউন্ডের খেলা ২৫জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
এছাড়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড় এফ এম ওবায়দা নিপুনের চিকিৎসার সাহাযার্থে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী এসিপি’বি ফিদে ৠাপিড রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শুক্রবার (০১ জানুয়ারী ২০১৬) সকাল ১০ টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা কক্ষে শুরু হবে। সকলের জন্য এ দাবা ইভেন্টে অংশগ্রহণে উন্মুক্ত। প্রতিযোগিতার খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৫
এমআর