ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নতুন বছরে জয়হীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
নতুন বছরে জয়হীন বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন বছরের শুরুটা ভালো হলো না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। স্প্যানিশ লা লিগায় এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠে রুখে দেয় স্বাগতিক দলটি।

বার্সাকে রুখে দিয়ে প্রায় তিনমাস ধরে ঘরের মাঠ করনেলা ডি লোবগ্রিয়াটে অপরাজিত থাকলো এসপানিওল।

বর্তমান চ্যাম্পিয়ন বার্সার কোচ লুইস এনরিক ৪-৩-৩ ফরমেশনে তার শিষ্যদের মাঠে নামান। কাতালানদের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন ক্লদিয়ো ব্রাভো, দানি আলভেজ, জেরার্ড পিকে, হাভিয়ের মাশচেরোনো, জরদি আলবা, ইভান রেকিটিচ, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার।

তবে, পূর্ণশক্তির দল নিয়েও জয়হীন থাকতে হয় বার্সাকে। ম্যাচের ৩৬ মিনিটে মেসির নেওয়া বাঁকানো ফ্রি-কিক এসপানিওলের ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে ৭৫ শতাংশ বলের দখল রাখলেও গোলহীন বার্সা বিরতিতে যায়।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে সুয়ারেজের জোরালো শট প্রতিপক্ষের জালে না জড়িয়ে বারে লেগে ফিরে আসে। হতাশায় ঘিরে ধরা বার্সাকে আর কেউ উদ্ধার করতে পারেনি। ফলে, গোলশূন্য থেকে মাঠ ছাড়ে বিশ্বের সেরা আক্রমণভাগের ফুটবলাররা।

এ ম্যাচে জয় না পাওয়ায় আর এসপানিওলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ১৭ ম্যাচে বার্সার অর্জন গিয়ে দাঁড়ালো ৩৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।