ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অভিজ্ঞ রুনিতে রক্ষা পেল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
অভিজ্ঞ রুনিতে রক্ষা পেল ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ‘ভূতে ধরা’ ম্যানচেস্টার ইউনাইটেড জয় তুলে নিয়েছে। টানা সাত ম্যাচে জয়হীন থেকে লুইস ফন গালের শিষ্যরা আতিথ্য নেওয়া সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।

অভিজ্ঞ আর পুরোনো সৈনিক ওয়েইন রুনির গোলে রক্ষা পায় ম্যানইউ।

প্রায় সাড়ে ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিক ম্যানইউ বিরতির আগে গোলের দেখা পেতে ব্যর্থ হয়। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে থাকা রেড ডেভিলসরা প্রথমার্ধে সোয়ানসির বিপক্ষে থমকে যায়। ১৭তম অবস্থানে থাকা সোয়ানসির বিপক্ষে এ ম্যাচের আগে শেষ ৫ বারের মুখোমুখি দেখায় ম্যানইউ চারবারই হেরেছিল।

হতাশা আর ভয় ঘিরে ধরা ম্যানইউকে বিরতির পর কিছুটা হালকা করেন ফরাসি উঠতি তারকা স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল। অ্যাশলি ইয়ংয়ের তুলে মারা বলে হেড করে গোল করেন মার্শাল। ফলে, ম্যাচের ৪৭ মিনিটে ১-০তে এগিয়ে যায় ম্যানইউ।

৭০ মিনিটের মাথায় সিগুরসনের গোলে সমতায় ফেরে সোয়ানসি। তবে, সাত মিনিট পরেই আরেকবার লিড নেয় রেড ডেভিলসরা। ৭৭ মিনিটে প্রথম গোলদাতা মার্শালের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন রুনি।

এ ম্যাচে জয়ের ফলে ২০ ম্যাচে ম্যানইউয়ের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৩৩। টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।