ঢাকা: লেভান্তের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে এক ম্যাচ বেশি খেলে লা লিগায় শীর্ষস্থান দখল করলো অ্যাতলেটিকো মাদ্রিদ। দলের হয়ে খমাস পার্টির শেষ মুহুর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
আগের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ডার্বি ম্যাচে এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করায়, পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ আসে অ্যাতলেটিকোর সামনে। এরই সুবাদে শনিবার রাতে ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে লেভান্তেকে আতিথিয়েতা দেয় দলটি।
ম্যাচে স্বাগতিকরা বেশ কয়েকটি বড় বড় সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এছাড়া অ্যাতলেটিকোর তিনটি শট গিয়ে ক্রসবারে ধাক্কা খেয়ে ফেরত আসে। তবে দারুণ এক সুযোগ পেয়ে নষ্ট করেন জ্যাকসন মার্টিনেজ।
কিন্তু খেলার ৭৩ মিনিটে মার্টিনেজের বদলি ফুটবলার হিসেবে পার্টিকে মাঠে নামানো হয়। আর খেলার ৮১ মিনিটে লেভান্তে গোলরক্ষক দিয়েগো মারিনোর ভুলে গোল করে দলের জয় নিশ্চিত করেন ঘানাইয়ান মিডফিল্ডার পার্টি।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেটিকো। বর্তমানে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো। আর এক ম্যাচ কম খেলা বার্সা ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস