ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১২তম সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
১২তম সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের পরবর্তী আসর বসবে বাংলাদেশে। ২০১৭ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এ টুর্নামেন্টটির ১২তম আসর বসতে চলেছে বাংলাদেশে।

বর্তমানে সাফের ১১তম আসরটি  ভারতে অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান।

বর্তমান আসর শেষ হওয়ার আগে পরের সাফের ভেন্যুও ঠিক হয়ে গেল। ভারতের কেরালায় সাফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে বসেছিলো সাফের আসর।

এছাড়াও অনেকদিন ধরে আটকে থাকা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও দায়িত্ব পেল বাংলাদেশ। সাফ দেশের সেরা ক্লাবগুলোকে নিয়েই হবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দুটি ক্লাব ছাড়া মোট আটটি ক্লাব খেলার কথা রয়েছে। এ আসর গুলো আয়োজনে ভুটানও ছিল এই তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশেই হতে চলেছে দুটো টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।