ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

চিলির কোচ থেকে সরে দাঁড়ালেন সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, জানুয়ারি ২০, ২০১৬
চিলির কোচ থেকে সরে দাঁড়ালেন সাম্পাওলি ছবি : সংগৃহীত

ঢাকা: চিলি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জর্জ সাম্পাওলি। ফুটবল ফেডারেশন অব চিলির (এএনএফপি) নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে নেতিবাচক সম্পর্কের রেশ ধরে কোচের পদ থেকে ইস্তফা দিলেন এ আর্জেন্টাইন।



সাম্পাওলি চিলিকে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন। ২০১৫ সালে ঘরের মাঠে এ আসরে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে অধরা এ শিরোপা চিলিকে পাইয়ে দেন ৫৫ বছর বয়সী সাম্পাওলি।

ফলে, সাম্পাওলি ২০১৫ সালে ফিফা বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পান। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার কোচ লুইস এনরিক পুরস্কারটি জেতেন। কোচের পদ ছাড়ার পর সাম্পাওলি জানান, এএনএফপি তাকে যোগ্য সম্মান জানায়নি। তাই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০১২ সালে চিলির কোচ হিসেবে নিয়োগ পান সাম্পাওলি। এরপর দেশটিকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়ে হয়ে যান সেরা কোচদের মধ্যে অন্যতম। এদিকে ইংলিশ ক্লাব চেলসিতে সাম্পাওলি যোগ দিতে পারেন এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।