ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

গোলকি কস্ত, চুম্বক যাস্ত!

সজিব তৌহিদ,নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, জানুয়ারি ২২, ২০১৬
গোলকি কস্ত, চুম্বক যাস্ত! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: অন্যদিনের মতো দর্শকের খরা নেই। গোটা গ্যালারি প্রায় দর্শকে পূর্ণ।

গ্যালারিতে সব অংশেই কম বেশি নেপালি দর্শক দেখা যায়। তবে বাহরাইনের পক্ষে সমর্থক তুলনামূলকভাবে কম চোখে পড়লো।

সেই সঙ্গে বেশির ভাগ বাঙালি দর্শক নেপাল দলকে সমর্থন করায় নেপাল দলের পক্ষে উত্তেজনাটা একটু বেশি।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলমান নেপাল বনাম বাহরাইনের মধ্যকার ফাইনালে গ্যালারি জুড়েই নেপালিদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীদের হৈ-হুল্লোড়ে ফুটবল যেন জেগে উঠেছ আপন মহিমায়।

‘চাইয়ো চাইয়ো, গোল চাইয়ো’ অর্থাৎ ‘চাই চাই, গোল চাই’। ‘গোলকি কস্ত, চুম্বক যাস্ত’ মানে ‘গোলকিপার চম্বুকের মতো’ অর্থাৎ, তাকে ফাঁকি দেওয়া যাবে না।

নেপালিরা তাদের নিজস্ব ভাষায় এরকম বিভিন্ন স্লোগানে গোটা গ্যালারি মাতিয়ে রেখেছেন।

** বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।