সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’র বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন গ্রুপে ১২২জন ছেলে ও ১১জন মেয়ে অংশ নেন। বাছাইপর্বে ৬জন ছেলে ও ২জন মেয়ে সাঁতারু নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন আমিনুল, অসীম, মামুন, রাসেল, সোহানুর, মোতাসিন, জবা ও সাথী।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পদক, পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আবদুল মান্নান, রাবেয়া খাতুন, নারগিস আরা এ্যানী, কোরিয়ান প্রশিক্ষক তেগুন পার্ক, ফেডারেশনের সদস্য আমিনুল ইসলামসহ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, দেশের ৬৪ জেলা থেকে ১০০০ সাঁতারুকে বাছাই করে ঢাকায় নেয়া হবে। তাদের মধ্য থেকে ১৬০ জন বাছাই করে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেরা ৬০ জনকে বাছাই করে সুইমিংয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এমআরপি