ঢাকা: জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে আগামী শনিবার থেকে শুরু হবে ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব’। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা রোববার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
শনিবার সকালে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) মহাসচিব সেলিনা আক্তার।
গত বছর ডিসেম্বর মাসে ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসব’ অনুষ্ঠিত হয়েছিল।
প্রতিবন্ধীদের নিয়ে এই ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। ১৭টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরনের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) মহাসচিব সেলিনা আক্তার বলেন, ‘এ ধরণের পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধী শিশুদের জন্য এগিয়ে আসা খুবই প্রয়োজন। আমরা জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ২০০০ সাল থেকে সব ধরনের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। বছরে বেশ কয়েকবার তাদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করি। জাতীয় পর্যায়ে আয়োজিত ক্রীড়া উৎসবে ২ হাজার থেকে ৩ হাজারের মতো বিশেষ শিশু-কিশোর অংশ নেয়। এবারের এই গ্রীষ্মকালীন আয়োজনে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধী শিশু-কিশোর অংশ নেবে। ’
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমআরপি