সিলেট: সাংবাদিকদের অংশগ্রহণে সিলেটে মাঠে গড়াচ্ছে মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে।
প্রথমবারের মতো এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইমজা। আটটি দলের অংশগ্রহণে খেলায় সহযোগিতা করছে ফ্যাশন হাউজ মাহা।
খেলায় অংশ নিচ্ছে দৈনিক সংবাদ, এসএটিভি, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল এস, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক সবুজ সিলেট, যমুনা টিভি ও দৈনিক উত্তরপূর্ব।
সদ্য সমাপ্ত ক্রিকেট টুর্নামেন্টে সহযোগিতার জন্য ইমজার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের এ আনন্দযজ্ঞকে আরও দীর্ঘায়িত করতেই ইমজা প্রথমবারের মতো সাংবাদিকদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে।
টুর্নামেন্টে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশন ও আম্পায়ার অ্যাসোসিয়েশন সর্বাত্মকভাবে সহযোগিতা করছে।
প্রতি দলে মূল খেলোয়াড় থাকবেন নয়জন। এদিন বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাতের মাস হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের অনেক আড়ম্বরতা বাতিল করা হয়েছে।
তবে সব দলের অংশগ্রহণে যে ফটোসেশন হবে তা দিয়ে একটি স্মারক প্রকাশের কথা জানায় কমিটি। একই সঙ্গে টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মধ্যে সেরা প্রতিবেদনের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এনইউ/এএ