ঢাকা: জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে শনিবার (০৬ আগস্ট) থেকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব’।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসব’। এবারের প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে। ১৭টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরনের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এমআরপি