ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহনগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (০৬ আগস্ট) হতে দাবা কক্ষে শুরু হয়েছে।
প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত ১৬ খেলোয়াড় ৪২তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জআমান পলাশ, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও দেবাশিষ দে।
২১০০ এর নীচে রেটিংপ্রাপ্ত ও রেটিং বিহীন রেকর্ড সংখ্যক ১৯৮ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যার মধ্যে ১৫৯জন রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড় রয়েছেন।
অংশ্রগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মোঃ মাসুম হোসেন, মোহাম্মদ এনায়েত হোসেন, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মোঃ আবজিদ রহমান, রবিউল ভূঁইয়া, মতিউর রহমান মামুন, আব্দুল খালেক।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এমআরপি