ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ দিন রোমাঞ্চের অপেক্ষায় এজবাস্টন টেস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
শেষ দিন রোমাঞ্চের অপেক্ষায় এজবাস্টন টেস্ট

ঢাকা: চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে শেষ দিনের জন্য রোমাঞ্চই অপেক্ষা করছে। এজবাস্টনে ম্যাচের চতুর্থ দিন শেষে সফরকারী পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড ৩১১ রানের লিড নিয়েছে।

ইতোমধ্যে একটি করে ম্যাচ জেতায় তৃতীয় ম্যাচের ফলাফলের আগে পর্যন্ত পাকিস্তান-ইংল্যান্ড সিরিজটি ১-১ এ সমতায়।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৭ রানের পর পাকিস্তান সবক’টি উইকেট হারিয়ে তোলে ৪০০ রান। তবে, ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৪১৪ রান। ফলে, চতুর্থ দিন শেষে নিজেদের মাটিতে ৫০০তম টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের লিড দাঁড়ায় ৩১১ রান।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দলপতি অ্যালিস্টার কুক ৬৬ আর ওপেনার অ্যালেক্স হেলস করেন ৫৪ রান। তিন নম্বরে ব্যাট হাতে নামা জো রুট করেন ৬২ রান। আর চার নম্বরে আসা জেমস ভিঞ্চের ব্যাট থেকে আসে ৪২ রান।

২৮ রানে ফেরেন গ্যারি ব্যালান্স। দলীয় ২৮২ রানের মাথায় ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন হলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। তবে, মিসবাহ বাহিনীকে হতাশ হতে হয় জনি বেয়ারস্টো আর মঈন আলির দৃঢ়তায়। স্কোরবোর্ডে আরও ১৩২ রান যোগ অবিচ্ছিন্ন থাকেন এই দু’জন।

বেয়ারস্টো ৮২ রানে আর মঈন আলি ৬০ রান নিয়ে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির এবং ইয়াসির শাহ দুটি করে উইকেট দখল করেন। এছাড়া বাকি উইকেটটি নেন সোহেল খান।

ম্যাচের শেষ দিন ইংল্যান্ড কত রানের লিড হাতে রেখে ইনিংস ঘোষণা করবে সেটিই এখন দেখার বিষয়। আর পাকিস্তান সেই টার্গেট চেজ করতে কতটুকু সফল হবে সেটিও দেখতে তাকিয়ে থাকতে হবে এজবাস্টনে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচের শেষ দিনের অপেক্ষায় দুই দল।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।