ঢাকা: জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে শনিবার থেকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয় ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব’। রোববার (০৭ আগস্ট) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই ক্রীড়া উৎসব।
বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর। আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) সভাপতি মেজর মোহাম্মদ ইয়াদ আলী ফকির (অব:) ও মহাসচিব সেলিনা আক্তারসহ অন্যান্যরা।
প্রতিযোগিতার ৫০ মিটার দৌড়ে (ছেলে বয়স ৬-১০ বছর) প্রথম হয়েছে মো. আয়ান, স্কলারস স্কুল। হালকা বল নিক্ষেপ (ছেলে বয়স ৬-১০ বছর) প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিহাব, সোয়াক। ৫০ মিটার দৌড় (মেয়ে বয়স ৬-১০ বছর) প্রতিযোগিতায় প্রথম হয়েছে তাসনুবা আরশী সানিবা, বিউটিফুল মাউন্ড স্কুল। হালকা বল নিক্ষেপ (মেয়ে বয়স ৬-১০ বছর) প্রতিযোগিতায় প্রথম হয়েছে অন্বিতা, স্কালারস স্কুল। প্রতিযোগিতার ৭৫ মিটার দৌড় (ছেলে বয়স ১১-১৫ বছর) ইভেন্টে প্রথম হয়েছে আরিফ হোসেন, সুইড গেন্ডারিয়া শাখা। হালকা বল নিক্ষেপ প্রতিযোগিতায় (বুদ্ধি প্রতিবন্ধী ছেলে : ১১-১৫ বছর) প্রথম হয় সুইড গেন্ডারিয়া শাখার খাইরুল ইসলাম। ৫০ মিটার দৌড় (বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে : ১১-১৫ বছর) প্রতিযোগিতায় প্রথম হয় সুইড গেন্ডারিয়া শাখার মীম।
হালকা বল নিক্ষেপ প্রতিযোগিতায় (বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে: ১১-১৫ বছর) প্রথম হয় সুইড গেন্ডারিয়া শাখার মীম। ১০০ মিটার দৌড় (বুদ্ধি প্রতিবন্ধী ছেলে: ১৬-২২ বছর) প্রতিযোগিতায় প্রথম হয় প্রয়াসের ফয়সল। রানিং লং জাম্প (বুদ্ধি প্রতিবন্ধী ছেলে: ১৬-২২ বছর) প্রতিযোগিতায় প্রথম হয় প্রয়াসের ফয়সল। ৭৫ মিটির দৌড় (বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে : ১৬-২২ বছর) প্রতিযোগিতায় প্রথম হয় স্কলারস স্কুলের পারিসা। স্ট্যান্ডিং লং জাম্প (বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে : ১৬-২২ বছর) প্রতিযোগিতায় প্রথম হয় স্কলারস স্কুলের মীম।
১০০ মিটার দৌড় (বুদ্ধি প্রতিবন্ধী ছেলে : ২৩+ বছর) প্রতিযোগিতায় প্রথম হয় সুইড গেন্ডারিয়া শাখার জুয়েল রানা।
লৌহ গোলক নিক্ষেপ (বুদ্ধি প্রতিবন্ধী ছেলে : বয়স ২৩+) প্রতিযোগিতায় প্রথম হয় প্রয়াসের আল আমিন। ৭৫ মিটার দৌড় ( বুদ্ধি প্রতিবন্ধী ছেলে : বয়স ২৩+) প্রতিযোগিতায় প্রথম হয় খিলগাও সুইড শাখার শাওন। ৫০ মিটার দৌড় (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে : বয়স ০৬-১০) প্রতিযোগিতায় প্রথম হয় সোয়াকের সিয়াব। ৫০ মিটার দৌড় (বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে : বয়স ০৬-১০) প্রতিযোগিতায় প্রথম হয় প্রয়াসের অর্পি। ৭৫ মিটার দৌড় (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে : বয়স ১১-১৫) প্রতিযোগিতায় প্রথম হয় বিপিএফের মেহেদী হাসান।
হালকা বল নিক্ষেপ (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে : বয়স ১১-১৫) প্রতিযোগিতায় প্রথম হয় সিআরপির মারুফ।
এদিকে ফুটবল প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। দলগুলো হলো জবা, গোলাপ, সূর্যমুখী ও শাপলা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জবা দল। আর রানারআপ হয় সূর্যমুখী দল।
উল্লেখ্য, গেল বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসব’। এবারের প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ১৭টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরনের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে ছিল সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এমআরপি