ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আতাউল হক মল্লিকের ১৫তম মৃত্যু বার্ষিকী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
আতাউল হক মল্লিকের ১৫তম মৃত্যু বার্ষিকী

ঢাকা: খ্যাতিমান ক্রীড়া ধারাভাষ্যকার, ক্রীড়াবিদ, ক্রিকেট-হকির আম্পায়ার, ফুটবল-ভলিবলের রেফারি ও সাংবাদিক আতাউল হক মল্লিকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ক্রীড়াঙ্গনের সব্যসাচী এই ব্যক্তিত্ব ২০০১ সালের আজকের দিনে (৮ আগস্ট) ঢাকা এয়ারপোর্ট রোডে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

 

আতাউল হক মল্লিকের মৃত্যু বার্ষিকীতে ছোট ভাই আমিনুল হক মল্লিক তার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ও বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সভাপতি আলফাজউদ্দিন আহমেদ।

আতাউল হক মল্লিক ১৯৫৩ থেকে ১৯৮২ সাল অব্দি ঢাকার বিভিন্ন ক্লাবের  হয়ে ফুটবল এবং ক্রিকেট খেলেছেন। ১৯৫৯ সালে ক্রিকেট আম্পায়ার, ১৯৬৯ সালে ভলিবল রেফারি, ১৯৭০ সালে ফুটবল রেফারি এবং ১৯৭২ সালে হকির আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৪ সালে ফুটবল রেফারি হিসেবে ফিফা ব্যাজ অর্জন করেন তিনি।

১৯৭২ সাল থেকে তিনি বেতার এবং টেলিভিশনে ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন। ছাত্রজীবন থেকেই ক্রীড়া বিষয়ক লেখালেখির অভ্যাস গড়ে তোলেন আতাউল হক মল্লিক। পরবর্তীতে ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন গুণী এই ক্রীড়া ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।