ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ-ইএসডিও টেবিল টেনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ-ইএসডিও টেবিল টেনিস

ঢাকা: ১৯৯০ সালে প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন বা পিকেএসএফ ‘সাংস্কৃতিক ও ক্রীড়া’ বিষয়ক একটি কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হবে দেশের তৃণমূল পর্যায়ে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বাংলাদেশের সংবিধান এবং সুদীর্ঘ ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নতর সাংস্কৃতিক ও ক্রীড়ামনস্ক জনগোষ্ঠী তৈরি করায় প্রণোদনা দেয়া।

পিকেএসএফ-এর বর্তমান সভাপতি ড. কাজী খলিকুজ্জমান আহমদ দায়িত্ব গ্রহণের পর গত মার্চ থেকে পিকেএসএফ-এর ৯টি সহযোগী সংস্থার মাধ্যমে ৯টি জেলায় দিশারী আদলে কর্মসূচি শুরু করে। সংস্থাগুলো নিজস্ব সামর্থ্য অনুযায়ী অঞ্চল ও মৌসুমভেদে প্রচলিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রহণ ও পরিচালনা করে যাচ্ছে।

এবার টেবিল টেনিসের মাধ্যমে শিশুদের মননশীলতা ও সুস্থ শারীরিক বিকাশের লক্ষ্যে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ‘ইকো-সোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)- এর সহযোগিতায় ঠাকুরগাঁও জেলার নির্বাচিত ৪টি স্কুলকে নিয়ে ১০ আগস্ট থেকে টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু করবে।

চারটি স্কুল হলো ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আর. কে. স্টেট স্কুল ও ইকো পাঠশালা এণ্ড কলেজ।

প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুল হতে ৭-১২ বছর বয়সী ন্যূনতম ২৫ জন করে বাছাইকৃত মোট ১০০জন শিক্ষার্থী খেলায় অংশ গ্রহণ করবে। তবে খেলোয়াড়দের আগ্রহ বিবেচনায় এ সংখ্যা বৃদ্ধি হতে পারে। খেলাটি প্রথম ধাপে ধারাবাহিকভাবে ২ মাস (৮ সপ্তাহ) এবং পরবর্তীতে ১ মাস বিরতি দিয়ে দ্বিতীয় ধাপে প্রতিমাসে ১ সপ্তাহ করে আরো ৪ মাস, অর্থাৎ মোট ৬ মাস ব্যাপি পরিচালিত হবে। নির্বাচিত ৪টি স্কুলের প্রতিটিতে ২জন করে কোচের তত্ত্বাবধানে একযোগে ২টি স্কুলে দুই টিমে ভাগ হয়ে মোট ৪ জন কোচ খেলাগুলো পরিচালনা করবেন।

এ ছাড়া টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে প্রাথমিক বাছাই ও ওরিয়েন্টেশন কাজে জাতীয় পর্যায়ের ৪ জন খেলোয়াড় কোচদের সাথে থেকে সহযোগিতা করবেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম কর্তৃক বিভিন্ন টেবিল টেনিস ব্যক্তিত্বকে নিয়ে গঠিত একটি পরিচালনা কমিটির তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হবে। পিকেএসএফ এবং ইএসডিও-এর যৌথ অর্থায়নে এর খরচ বহন করা হবে।

১০ আগস্ট ঠাকুরগাঁও এ অবস্থিত সংশ্লিষ্ট ভেন্যু ‘ইকো পাঠশালা এণ্ড কলেজ’ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪টি স্কুল হতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০০ জনের বেশি খুদে খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করবে। ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ঠাকুরগাঁও এর বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় ক্রীড়ানুরাগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর নির্ধারিত সিডিউল অনুযায়ী খেলাটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।