ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রায়পুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
রায়পুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ফতুল্লা গ্রুপ আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে রায়পুর ক্লাবের উদ্যোগে মার্চেন্টস একাডেমি মাঠে এ টুনার্মেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়ার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (‌ইউএনও) শারমিন আলম, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রায়পুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুনার্মেন্টে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশ নেয়। চরপাতা মজিবুল হক একাডেমি ও মার্চেন্টস একাডেমির উদ্বোধনী খেলায় মার্চেন্টস একাডেমি বিজয়ী হয়।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।