ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৪জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শীর্ষে রয়েছেন মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, সিরাজগঞ্জের মোঃ নাইম হক, গ্রিন হেরাল্ড স্কুলের ক্রিস্টোফার রায় ও ডিপিএস এসটিএস স্কুলের দানিয়েল মুরাদ।
সাড়ে তিন পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জের সাদনান হাসান দিহান, ডিপিএস এসটিএস স্কুলের জায়িফ মাহিন চৌধুরী ও নরসিংদীর নোশিন আঞ্জুম দ্বিতীয় স্থানে রয়েছেন। চতুর্থ রাউন্ডের খেলা বৃহস্পতিবার (২৫ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ সেন্ট জুডস্ স্কুলের তাহসিন তাজওয়ার জিয়াকে, নাইম হযরত শাহ আলী স্কুলের মিরাজ উদ্দিন আহমেদকে, ক্রিস্টোফার ইস্পাহানী গার্লস স্কুলের ওয়ালিজা আহমেদকে, মুরাদ চট্টগ্রামের আকিব জাওয়াদকে, জাইফ গাজীপুরের মুশফিকা জান্নাত সোওরিকে ও নোশিন ডিপিএস এসটিএস স্কুলের জাইফ খন্দকারকে পরাজিত করেন। দিহান টাঙ্গাইলের আসিফ করীম রাফির সাথে ড্র করেন।
এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর খেলা আগামী ২৯ আগস্ট হতে দাবা কক্ষে শুরু হবে। এ চ্যাম্পিয়নশিপের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি