ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এবার মেয়েদের পরাজয়, ছেলেদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এবার মেয়েদের পরাজয়, ছেলেদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত ৪২তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে ওপেন বিভাগে জিতেছে বাংলাদেশ। তবে, গত কয়েক রাউন্ডে জয় পেতে থাকা মহিলা বিভাগে এবার হেরেছ বাংলাদেশ নারী দল।

চেক রিপাবলিকের কাছে হেরেছে লিজা-ইভা-জাকিয়ারা।

ওপেন বিভাগে মোনাকোকে ৩.৫-০.৫ ব্যবধানে হারায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন। তবে, ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ওপেন বিভাগে ১১ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৮০ দেশের মধ্যে ৫৬তম স্থানে রয়েছে বাংলাদেশ। একাদশ বা শেষ রাউন্ডে জিয়াদের প্রতিপক্ষ কাতার।

এদিকে, মহিলা বিভাগে চেক রিপাবলিকের কাছে ৩.৫-০.৫ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ড্র করেছেন। হেরেছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ও দুই মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও জাকিয়া সুলতানা।

মেয়েদের বিভাগে ১০ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৪০ দেশের মধ্যে ৬৫তম স্থানে থাকা বাংলাদেশ একাদশ বা শেষ রাউন্ডে কিরগিজস্তানের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি
** লিজাদের জয়, ভালো করেনি জিয়া-রাজীবরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।