ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অধ্যাপক হামিদুর রহমান স্মৃতি কাবাডির উদ্বোধন

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
অধ্যাপক হামিদুর রহমান স্মৃতি কাবাডির উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো (কেরানীগঞ্জ): কেরানীগঞ্জে অধ্যাপক হামিদুর রহমান স্মৃতি কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন শহিদ ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করেছে। চার মাসব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যচে অংশগ্রহণ করেন কোন্ডা ইউনিয়নের ব্রাম্মনগাঁও ও দোলেশ্বর গ্রাম।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহিদ ক্লাবের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন- কোন্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, শহিদ ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মাসুম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।