ঢাকা: গ্রুপ পর্বের রোমাঞ্চকর ম্যাচে এই ভারতকেই ৫-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ যুব হকি দল। ফাইনালেও সামনে পেল একই প্রতিপক্ষ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপহার দেয় দু’দল। মওলানা ভাসানী স্টেডিয়ামে অন্তিম মুহূর্তের গোলে শেষের হাসিটা কেড়ে নেয় টিম ইন্ডিয়া। লড়াই করেও শিরোপার স্বাদ নিতে পারলো না লাল-সবুজের বাংলাদেশ।
সে যাই হোক, এই ইভেন্টের স্বাগতিকদের প্রাপ্তি অনেক। প্রথমবার ফাইনাল খেলাটাও তো কম অর্জন নয়। সবকটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সেমিতে চাইনিজ তাইপের বিপক্ষে জয়টি আসে ৬-১ ব্যবধানে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমআরএম