ঢাকা: আইএইচএফ হ্যান্ডবল ট্রফিতে সেমি-ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া স্বাগতিক বাংলাদেশের মেয়েরা শিরোপা ধরে রাখার ম্যাচে হেরেছে। ভারতের বিপক্ষে ফাইনালে স্বাগতিকরা ৪৮-২৯ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে ছেলেদের মতো বাংলাদেশের মেয়েরাও কোর্টে নেমেছিল। ছেলেদের ক্যাটাগরিতে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের যুবারা। মেয়েদের ক্যাটাগরিতে একই দেশের বিপক্ষে হারলো মেয়েরাও।
প্রথমার্ধে ২৬-৭ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। সেখান থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রুবিনারা। তবে, জয় তুলে নেওয়ার মতো পর্যাপ্ত গোলের দেখা না পেলে বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
পাকিস্তানে হওয়া আইএইচএফ ট্রফির গত আসরে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এর আগে সেমি-ফাইনালে পাকিস্তানকে ৩৮-১২ ব্যবধানে হারায় বাংলাদেশ। তারও আগে শ্রীলঙ্কাকে ৪৭-১৪ গোলে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর আফগানিস্তানকে ৩৪-৭ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে টাইগ্রেসরা।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি