ঢাকা: ইন্দোনেশিয়ান মাস্টার্সে ভালো না করলেও ম্যাকাও ওপেনে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে গলফ কোর্সে নেমে বেশ ভালো করেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।
প্রথম রাউন্ড শেষে ১২ জনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠদশ স্থানে থাকা বাংলাদেশের হয়ে অলিম্পিক খেলা এই গলফার দ্বিতীয় রাউন্ডেও ভালো করেছেন।
সবশেষ ইন্দোনেশিয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছিলেন তিনি।
আগের দিন বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে চারটি বার্ডি করেন সিদ্দিকুর। একই রাউন্ডে দুটি বোগিও করেন তিনি। ১১ লাখ ডলার প্রাইজমানির ম্যাকাওয়ের এই টুর্নামেন্টে পারের চেয়ে দুই শট কম খেলে শুরু করেছেন সিদ্দিকুর।
শুক্রবার (১৪ অক্টোবর) দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
এই এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে পাঁচ জন শীর্ষে রয়েছেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে সাত শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের ইয়ান পলটার ও স্পেনের কার্লোস পিজেম।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৬
এমআরপি