ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক পায়ের ‘ওয়ান্ডার বেবি’ ১১ বছরের পল্লব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এক পায়ের ‘ওয়ান্ডার বেবি’ ১১ বছরের পল্লব ছবি:সংগৃহীত

ঢাকা: তার নতুন ডাকনাম দেওয়া যেতে পারে ‘ওয়ান্ডার বেবি’। মাত্র এগারো বছর বয়স।

এই বয়সেই দ্যুতি ছড়াচ্ছেন সাঁতারে, আলোচনায় চলে এসেছেন সুইমিংপুলে ঝড় তুলে। সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ এর দ্বিতীয় পর্ব বাছাইয়ের তৃতীয় দিন চমক দেখিয়েছেন পল্লব কুমার কর্মকার।
 
বুধবার (১৯ অক্টোবর) মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয় সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মধ্যে পল্লব কুমার কর্মকার (বয়স ১১) এক পা না থাকার পরও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসে। খুদে এই সাঁতারু স্থানীয় কোচের সঙ্গেই ঢাকায় এসেছে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশ নিয়ে তার বিভাগে সফলতার সাথে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়।
 
পল্লবের বাবা কাজল কর্মকার, মা শিউলী রানী কর্মকার। চমক দেখানো খুদে সাঁতারুর বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবতলা। সে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
 
ছেলেবেলায় দুর্ঘটনায় একটি পা হারানো এই বিস্ময় বালক চাপাইনবাবগঞ্জের সেরা সাঁতারুদের একজন। একটি পা না থাকলেও দমে যায়নি পল্লব। পানিতে ঝড় তোলার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে সে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায় পল্লব। হতে চায় বিশ্বমানের একজন সাঁতারু।
 
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে দেখেছেন পল্লবের সাঁতারের স্টাইল আর দুর্দান্ত টাইমিং।
 
বাছাইকৃত সাঁতারুদের মধ্যে ১৯জন প্রতিবন্ধী সাঁতারু রয়েছেন। তাদের জীবনের গল্প শুনে সুইমিং কমপ্লেক্সে সময় কাটান ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এ সময় তিনি পল্লবদের সঙ্গে ছবি তুলেন।
 
খুদে সাঁতারু পল্লবের দারুণ ইচ্ছাশক্তিতে মুগ্ধ হয়ে নিজামউদ্দিন জানান, ‘এক পা নিয়েও সে সাঁতারের পুলে নেমেছে। চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছে। পল্লবের এই ব্যাপারটা পুরো দেশের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি বিশ্বাস করি তারাই একদিন বাংলাদেশকে আন্তর্জাতিক পুরস্কার এনে দেবে। ’
 
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।