ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে বিকেএসপি ও কোয়ান্টাম স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
ফাইনালে বিকেএসপি ও কোয়ান্টাম স্কুল ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছেলেদের দলগত বিভাগে ফাইনালে উঠেছে বিকেএসপি ও কোয়ান্টাম  কসমো  স্কুল। আর মেয়েদের এককে ফাইনাল নিশ্চিত করেছে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মডেল বালিকা বিদ্যালয়।

বুধবার (১৯ অক্টোবর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ছেলেদের দলগত বিভাগের প্রথম সেমিফাইনালে ঢাকার পোগজ স্কুলকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠে বিকেএসপি।

 

দ্বিতীয় সেমিফাইনালে কোয়ান্টাম কসমো স্কুল একই ব্যবধানে হারায়  চট্টগ্রাম কাফকো স্কুলকে।  
 
এদিকে বালিকা বিভাগের খেলায় নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে  পাবনা টেকনিক্যাল স্কুলকে পরাজিত করে ফাইনালে উঠেছে।  

মেয়েদের অপর সেমিফাইনালে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল ৩-০ সেটে স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৬
এইচএল/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।