ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

দুবাইয়ে অনুষ্ঠিত টি-২০ ফরম্যাটের এ খেলায় বাংলাদেশের দেয়া ১৩৩ রানের লক্ষ্যমাত্রা ছয় উইকেট ও সাত বল বাকি থাকতেই অতিক্রম করে ইংল্যান্ড।

ইংল্যান্ড ৮ রানের মাথায় তাদের প্রথম উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে লিয়াম টমাস আর গুডউইন ৮৮ রানের জুটি গড়লে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। গুডউইন করেন ২৯ বলে ২৬। ৪৯ বলে ৬৩ রান করেন ম্যাচ সেরা টমাস। তার ইনিংসে ছিল দু’টি ছক্কা ও ৭টি চারের মার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ওপেনার মনিরুজ্জামানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা ধরে খেলেছিলেন আরেক ওপেনার জাভেদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়াদুল ইসলাম। ২২ বলে ২৯ রান করেন জাভেদ। রিয়াদ অপরাজিত ছিলেন ৩২ বলে ৩২ করে। শেষ পর্যন্ত দলের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেট হারিয়ে ১৩২।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।