ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিকেএসপি কাপ জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিকেএসপি কাপ জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া, সাভার: দেশের ৫টি জেলার ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহণে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধন হয়েছে বিকেএসপি কাপ জিমন্যাস্টিক প্রতিযোগিতা-২০১৬।
 
সোমবার (২৪ অক্টোবর) সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা জিমন্যাশিয়াম হলে ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা শুরু হয়।

এ প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।

সভাপতির বক্তব্যে জেনারেল সামছুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের ছেলে-মেয়েদের প্রতিযোগিতামূলক মনোভাব ও প্রতিভা অন্বেষণ এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন বিকেএসপির উপ পরিচালক (প্রশিক্ষক) শামীমা সাত্তার মিমু, গাজীপুর সিটি কর্পোরেশন ১,২ ও ৩ কাউন্সিলর পারভীন আক্তারসহ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেবেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।