ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ-ইএসডিও আন্ত:স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো। বালিকাদের দলগত খেলায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩-২ সেটে ইকো পাঠশালাকে পরাজিত করে।
একক বালিকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাবিন জামানকে ৩-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সেতু। অন্যদিকে বালকদের দলগত খেলায় ইকো-পাঠশালাকে ৩-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বালকদের একক খেলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আজমাইন এলাহীকে ৩-১ সেটে পরাজিত করে শাহরিয়ার চ্যাম্পিয়ন হয়।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত টেবিল টেনিসে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন- বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও পিকেএসএফের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল করিম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু. ইএসডিওর নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করার হয়। টুর্নামেন্টে জেলার ৬টি স্কুলে দল অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এমএমএস