ঢাকা: বিএএফ শাহীন কলেজ ঢাকার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তঃশাহীন হকি টুর্নামেন্ট-২০১৬’ শেষ হয়েছে। চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।
বৃস্পতিবার বিএএফ শাহীন কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-০ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এটা তাদের দ্বিতীয় শিরোপা। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বিএএফ শাহীন কলেজ ঢাকা।
দ্বিতীয় আন্তঃশাহীন হকি টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল বিএএফ শাহীন কলেজ ঢাকাকে ২৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেওয়া হয়। রানার-আপ বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে ১৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেওয়া হয়। টুনার্মেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজ ঢাকার শফিকুল ইসলাম। তাকে ৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এই টুনার্মেন্টের সর্বোচ্চ গোলদাতা হন বিএএফ শাহীন কলেজ ঢাকার মোস্তাফিজুর রহমান। তাকে ৫ হাজার টাকা প্রাইজমানি দিয়ে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, ওএসপি, এনডিপি, পিএসসি এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এএইচএম আমিরুল আহসান, অধ্যক্ষ,বিএএফ শাহীন কলেজ ঢাকা।
এবারের টুর্নামেন্টে সারাদেশের সাতটি বিএএফ শাহীন কলেজ অংশ নেয় । দলগুলো ছিলো বিএএফ শাহীন কলেজ-ঢাকা, বিএএফ শাহীন কলেজ-কুর্মিটোলা, বিএএফ শাহীন কলেজ-যশোর, বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর-টাংগাইল, বিএএফ শাহীন কলেজ সমশেরনগর-সিলেট, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস্) ও বিএএফ শাহীন কলেজ-চট্টগ্রাম।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এমআরপি