ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১৮ সদস্যের বাংলাদেশ হকি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
১৮ সদস্যের বাংলাদেশ হকি দল ছবি: সংগৃহীত

আট জাতির এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ফেডারেশনের পক্ষ থেকে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়। 

ঢাকা: আট জাতির এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ফেডারেশনের পক্ষ থেকে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়।

 

আগামীকাল (১৭ নভেম্বর, বৃহস্পতিবার) হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ হকি দল।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভালো কিছুর লক্ষ্যে দেশ ছাড়বে চয়ন, সারোয়ার, শিটুল, রুম্মন, জিমি, নিলয়দের নিয়ে সাজানো অভিজ্ঞ দলটি।

গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগিতিক হংকং, চাইনিজ তাইপে ও ম্যাকাও। ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও উজবেকিস্তান।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ। ২১ নভেম্বর নিলয়-জিমি-চয়নদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আর নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে ম্যাকাওর বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২৩ নভেম্বর।

ফেডারেশন থেকে জানানো হয়, ২৫ নভেম্বর বিরতি দিয়ে ২৬ নভেম্বর থেকে শুরু হবে প্রাক-স্থান নির্ধারণী ম্যাচ। আর ২৭ নভেম্বর স্থান নির্ধারণী ম্যাচগুলো দিয়ে পর্দা নামবে এই আসরের।

বাংলাদেশের ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে আছেন জাহিদ হোসেন ও অসিম গোপ। ডিফেন্ডার হিসেবে থাকছেন মামুনুর রহমান চয়ন, আশরাফুল, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, ইমরান হাসান পিন্টু ও তাপস বর্মন।

এছাড়া, মিডফিল্ডার হিসেবে আছেন রেজাউল করিম বাবু, সারোয়ার, রুম্মন হোসেন, কামরুজ্জামান রানা ও মিলন হোসেন। আর ফরোয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষ্ণ কুমার, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, হাসান জুবায়ের নিলয় ও মাইনুল ইসলাম কৌশিক।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।